শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

সন্তোষ ঢালী’র কবিতা ‘মানুষগুলো’

আজকের দৈনিক | সাহিত্য ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ১১:২৪ পিএম

সন্তোষ ঢালী’র কবিতা ‘মানুষগুলো’
কবি সন্তোষ ঢালী । ছবি: আজকের দৈনিক

মানুষগুলো
সন্তোষ ঢালী

 

মানুষগুলো বৃক্ষের মতো
রোদে পুড়ে, বৃষ্টিতে ভেজে; শেকড়ে জল না পেয়ে শুকোয়
কোন প্রতিবাদ করে না।
মানুষগুলো বৃক্ষের মতো; কিন্তু সবুজ নয়, বিবর্ণ;
বাজপোড়া করুণ কাহিনী।

সত্তার গভীরে শেকড়ের ভ্রমণ
মূলে তাই মরুর আগ্রাসন
ছায়াদান অপরাধ, অপরাধ ফুল ফোটানো
সুবাসিত মুক্ত বাতাসের নিষিদ্ধ প্রদেশ।

মানুষগুলো বৃক্ষের মতো; পাতায় পাতায় তৃষ্ণা নাচে
শেকড়ে জল নেই-তবু হাহাকার করে না।
ডাল ভাঙ, পাতা ছেঁড়; প্রতিবাদ নেই।
মানুষগুলো বৃক্ষের মতো লাজ নেই, রজ্জা নেই
ক্রোধ নেই; ক্ষোভ নেই অপমান বোধ নেই;
ঘৃণা নেই আজন্ম পুড়তে থাকার জ্বালা নেই
শোণিত রক্তজবার স্রোত নেই।

মানুষগুলো যদি সত্যিকার বক্ষ হত
বাংলাদেশ একটা সবুজ বনভূমি হয়ে যেত।

 

ওফা
 

Link copied!