কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজ্ঞান চর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ইবি সায়েন্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ও তাদের মাঝে বুদ্ধিভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আফরা আনজুম জেনিন ও মোবাশ্বের আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাজাহান আলী, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শরিফুল ইসলাম, জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. ইনজামুল হক, সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা, সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা ও সংগঠনটির প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক আরমান হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. ইনজামুল হক বলেন, আমাদের পুরো জীবনটাই বিজ্ঞানের সাথে যুক্ত। আমাদের ধর্মীয় গ্রন্থেও বিজ্ঞানের অনেক ব্যাখ্যা আছে। বিজ্ঞানকে কিছু থিওরি ল ইকুয়েশন এর মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগাতে পারি। সেজন্য একটা গ্রুপ দরকার যারা এটি কে নেতৃত্ব দিবে।সাইন্স ক্লাস সে চেষ্টা করছে।
এসময় অধ্যাপক ড. শাজাহান আলী বলেন, যে মানুষ তার ব্রেন কে যত কাজে লাগাই তার ব্রেইন তত এক্টিভ হয়। তোমাদের কাছে উপদেশ থাকবে তোমাদের ব্রেইন কে পজিটিভ কাজে লাগাবা। মানুষ তার ব্রেইনটা কে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করতে পারে। তাই আমাদের সব সময় ব্রেইনকে এন্টিভ রাখার চেষ্টা করতে হবে। বারবার কাজ করাতে করাতে ব্রেইন তাতে অভ্যস্ত হয়ে যাবে । তোমরা সারাক্ষণ তোমাদের ব্রেইনকে পজিটিভ কাজে লাগাবা। যেন সেটা নিজের জন্য ফলদায়ক হয় এবং ওপরের কল্যাণে ব্যবহার করতে পারো। আমাদের দেশটাকে ভালো কিছু দিতে পারো। যা তোমার নিজের জন্য ফলদায়ক হয়, তোমার পাশে যারা আছে তাদের কিছু দিতে পারো,দেশের জন্য কল্যাণকর হয়।সুতরাং আমরা যেন আমাদেন জীবনটাকে, আমাদের এই সময়টাকে ভালো কাজে ব্যয় করি, ভালো কিছুর সাথে আমরা জড়িত থাকি এবং মানবতার জন্য আমাদের এই সময় শ্রম আমাদের এই মেধা ব্যয় হোক এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা ।
আ. দৈ. /কাশেম/ সাকিব