অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা: আজিজুন নেছা ও কর কর্মকর্তা মো: শাহেদ জোহার নেতৃত্ব ১৯ সদস্য বিশিষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি-২০২৪ গঠন করা হয়েছে।
সম্প্রতি গুলশানে ডিএনসিসির নগর ভবনে আলোচনার মাধ্যমে সর্বসম্মতি ক্রমে গঠিত 'ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের' কমিটির আহবায়কের দাঁয়িত্ব দেওয়া হয়েছে-অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক- সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা: আজিজুন নেছা এবং সদস্য সচিব- কর কর্মকর্তা (অঞ্চল-৯ এর পৌর কর ) মো:শাহেদ জোহারকে।
কমিটির অপর সদস্যরা হলেন;
স্বাস্থ্য কর্মকর্তা- ডা: মো: ইমদাদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল সার্কেল)- ফারুক হাসান মো: আল মাসুদ, রাজস্ব কর্মকর্তা (পৌর কর)- মো: মনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী (পুর.)- আশরাফুল ইসলাম, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা- মো: আরাফাত হোসেন, কর কর্মকর্তা (অঞ্চল-৩) মো. মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী ( বিদ্যুৎ.)- মো: সাইফুল ইসলাম , নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা ও নকশা- তাবাসসুম আব্দুল্লাহ, বস্তি উন্নয়ন কর্মকর্তা- মো: হুমায়ুন কবির খান, সহকারী সচিব সাধারণ প্রশাসন- তানমিন ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ- মো: রিমন আহমেদ আসিফ, হিসাবরক্ষণ কর্মকর্তা (বাজেট শাখা)- মো: তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (পুর) অঞ্চল-৮এর মো: হারুন-অর রশীদ, উপ কর কর্মকর্তা (অঞ্চল-৯)- আনোয়ার হোসেন হাজারী, উপ সহকারী প্রকৌশলী (পরিবেশ সার্কেল) মো: রুবেল হোসেন এবং সহকারী প্রকৌশলী- শ্যামল সরকার।
আ. দৈ. /কাশেম