শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

বৃষ্টিতে আকষ্মিক বন্যা. ঢাকা থেকে আমিরাতগামী ৯ ফ্লাইট বাতিল

আজকের দৈনিক |  ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৬:৪৯ পিএম

বৃষ্টিতে আকষ্মিক বন্যা. ঢাকা থেকে আমিরাতগামী ৯ ফ্লাইট বাতিল

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা নজিরবিহীন বৃষ্টি আর আকষ্মিক বন্যায় তলিয়ে গেছে। ফলে ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী বিমানের নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক বার্তায়  গণমাধ্যমকে এ তথ্য জানান।


তিনি আরও জানান, আরব আমিরাতে বাজে আবহাওয়ায় কারণে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী যে নয়টি ফ্লাইট নির্ধারিত ছিল, সেগুলো বাতিল করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো। এর মধ্যে এয়ার এরাবিয়ার পাঁচটি, এমিরেটসের দুটি এবং ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইট রয়েছে।


এর আগে গত সোমবার (১৫ এপ্রিল) বিদাগত রাত থেকে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত তুমুল বৃষ্টিতে দুবাইয়ের পথঘাট, শপিংমল ও বিমানবন্দরের ট্যাক্সিওয়ে তলিয়ে গেছে। বন্ধ রাখতে হয়েছে বিমান চলাচলও। খালিজ টাইমস জানিয়েছে, ১৯৪৯ সালের পর থেকে এমন বৃষ্টিপাত দেখেনি মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতের মানুষ।

 

আ. দৈনিক / একে

 

Link copied!