শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, দুদকের অভিযানে একজনের কারাদণ্ড

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০৬:৫২ পিএম

কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, দুদকের অভিযানে একজনের কারাদণ্ড
ছবি সংগৃহিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে রেল কর্মচারীদের সাথে যোগসাজশে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ মে) দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করেছে।

 অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম সদস্যরা মোক্তার আলী নামে একজন দালালকে কালোবাজারে টিকিট বিক্রয়কালে ৮টি  টিকেটসহ হাতেনাতে ধরে ফেলেন। পরে জিজ্ঞাসাবাদকালে উক্ত দালাল  মোক্তার আলী ট্রেনের টিকিট কালোবাজারির সাথে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের বেশ কয়েকজন কর্মচারীর সম্পৃক্ততা কথা স্বীকার করেন।

এরপর দুদক কর্মকর্তারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত দালাল মোক্তার আলীকে ১০ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) করেন, এই অর্থ অনাদায়ে তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণের প্রেক্ষিতে কালোবাজারিতে অন্যান্যদের সংশ্লিষ্টতার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুমতি চেয়ে টিম কমিশন বরাবর বিস্তারিত রিপোর্ট দাখিল করবে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।


আ. দৈনিক/ একে

Link copied!