শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না রাশিয়া-বেলারুশ

আজকের দৈনিক | ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৭:৪২ পিএম

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না রাশিয়া-বেলারুশ
ফাইল ছবি-

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা । মূলত নিজের দেশের পতাকা নিয়ে প্যারিস অলিম্পিকে যোগ দিতে পারবেন না রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা। তবে ওই দুই দেশের খেলোয়াড়রা সাদা পতাকা নিয়ে ব্যক্তিগতভাবে অলিম্পিকে অংশ নিতে পারবেন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জেমস ম্যাকলিয়ড গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, তারা উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডে অংশ নিতে পারবেন না। কারণ তারা ব্যক্তিগতভাবে এই খেলায় অংশ নিচ্ছেন। দেশের পক্ষ থেকে নয়। 

তবে সমাপনী অনুষ্ঠানে তারা যোগ দিতে পারবেন কি না, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।  ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপরেই একাধিক আন্তর্জাতিক ক্রীড়ার অনুষ্ঠান থেকে রাশিয়াকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বেলারুশ রাশিয়াকে সাহায্য করায় তাদেরও একই শাস্তির আওতায় রাখা হয়েছে।

ব্যক্তিগতভাবে এই দুই দেশের খেলোয়াড়রা অলিম্পিকে অংশ নিতে পারলেও  তাদের সঙ্গে কোনো কর্মকর্তা আসতে পারবেন না।এছাড়া পতাকা বা দেশের জাতীয় সংগীত ব্যবহার করা যাবে না। এই নিষেধাজ্ঞা মেনে নিয়েই দুই দেশের বহু প্রতিযোগী অলিম্পিকে অংশ নেবেন বলে জানা গেছে।

ম্যাকলিয়ড জানিয়েছেন, এখনও পর্যন্ত ১২ জন রাশিয়ান এবং সাত জন বেলারুশের প্রতিযোগী বিভিন্ন খেলায় মূল স্তরে উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে ৩৬ জন রাশিয়ান এবং ২২ জন বেলারুশের খেলোয়াড় মূল পর্বের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে তার ধারণা।
 আ.দৈনিক / একে/ কেয়া

Link copied!