শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

 আর্জেন্টিনার রাষ্ট্রদূত ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে 

আজকের দৈনিক | ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৮:৪৫ পিএম

 আর্জেন্টিনার রাষ্ট্রদূত  ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে 
ছবি সংগৃহিত

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। 
বুধবার (১৫ মে) ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে রাষ্ট্রদূত ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।  

গাজীপুরে ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রির মহাপরিচালক সভাপতিত্ব করেন। সভায় ব্রির অর্জন ও অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপাস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা। 

এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত ব্রির বর্তমান কার্যক্রম, সাফল্য এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রির ভূমিকার প্রশংসা করেন। 
মতবিনিময় সভা শেষে সফররত প্রতিনিধি দলটি ব্রির কেন্দ্রিয় গবেষণাগার, জিন ব্যাংক এবং রাইস মিউজিয়াম পরিদর্শন করেন। 

 আ. দৈনিক /একে

Link copied!