শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik
বিচারপতি ইনায়েতুর রহিমের

বাবা-মায়ের কবরে আপিল বিভাগের বিচারপতিদের শ্রদ্ধা

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৩:০৯ পিএম

বাবা-মায়ের কবরে আপিল বিভাগের বিচারপতিদের শ্রদ্ধা

সুপ্রিমকোর্টের বিচারপতিরা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাবা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত মরহুম এম আব্দুর রহিম এবং তার মা সদ্য প্রয়াত নাজমা রহিমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন । খবর বাসস।

রোববার (৩১ মার্চ) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান,সুপ্রিমকোর্টের বিচারপতিদের পক্ষ হতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতি জে.বি.এম. হাসান, বিচারপতি রুহুল কুদ্দুস, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি বিশ্বজিত দেবনাথ।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম (৮৪) গত ২৭ মার্চ মারা যান। তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা।
আ. দৈনিক/ একে

Link copied!