রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
সারাদেশ
জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ ১৩ বছরের সাকিবুল,আহতদের তালিকায় তার নাম নেই !
মির্জা নাদিম, টঙ্গী.
Publish: Monday, 24 March, 2025, 6:52 PM  (ভিজিট : 124)

সাকিুল হাসান বয়স মাত্র ১৩, পড়াশোনা করছিল টঙ্গী চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (টিসিইপি) স্কুলের পঞ্চম শ্রেণিতে। কিন্তু একটি আন্দোলন বদলে দিয়েছে তার জীবন। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে সাকিবুল হাসান কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল না, ছিল না কোনো রাজনৈতিক কর্মী। ছিল এক স্কুলপড়ুয়া কিশোর, যে কেবল ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল। অথচ জুলাই বিপ্লবের আহতদের তালিকায় নেই তার নাম!

গত বছরের ১৮ জুলাই,উত্তরা আজিমপুর বি এন এস সেন্টারে শিক্ষার্থী ও পুলিশের তুমুল সংঘর্ষ চলছিল। ছাত্রলীগের কর্মীরা পুলিশের সঙ্গে মিলে হামলা চালাচ্ছিল  আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর। আন্দোলন তখন শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যেও।

সাকিবুল সেদিন স্কুল ছুটির খবর শুনে বাড়ি ফিরে গিয়েছিল। কিন্তু তাতে কি? ন্যায়বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের কথা বড় ভাইদের থেকে শুনে তাদের সাথে  আন্দোলনে সাড়া না দিয়ে থাকতে পারেনি সে। বড় ভাইদের সাথে উত্তরা আজিমপুরের আন্দোলনে যোগ দেয়। আর সেখানেই সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে তার বাম কোমরের সামনে দিয়ে ডুকে পেছনের দিক দিয়ে বের হয়। 

সহযোদ্ধারা প্রথমে তাকে উত্তরা বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। অস্ত্রোপচার সফল হয়, তবে কোমরের গুলিবিদ্ধ ক্ষত তাকে সারাজীবনের জন্য দুর্বল করে দিয়েছে। বাবা-মা চান না সে কোনো কষ্টকর পরিশ্রম করুক, কিন্তু বাস্তবতা কতটুকু সুযোগ দেবে সেটাই চিন্তার বিষয়।

আহত সাকিবুল জানান, আমি চাই, আমাদের এই ত্যাগ যেন বৃথা না যায়। আমার এই ত্যাগের স্বীকৃতি চাই। দেশে যেন কোনো বৈষম্য না থাকে, সবাই ন্যায়বিচার পায়। এটাই আমার চাওয়া।"

সাকিবুলের বাসা টঙ্গীর এরশাদনগর এলাকার ৪ নং ব্লকে। তার বাবা মো. বিলাল হোসেন, পেশায় একজন রিকশাচালক, সাকিবুলের দুই ভাই অন্যর দোকানে কাজ করেন। তিনি জানান, সাকিবুলের চিকিৎসার চিকিৎসার জন্য যা সঞ্চয় ছিল সব খরচ করে ফেলেছেন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকা সহায়তা পেয়েছেন ঠিকই, কিন্তু সেটাই কি যথেষ্ট? তার বাবার একটাই দাবি "আমার ছেলের নাম আহতদের তালিকায় প্রথম ক্যাটাগরিতে আসুক। স্বীকৃতি পাক তার ত্যাগের। কারণ সে তো নিজের জীবন বাজি রেখে আন্দোলনে নেমেছিল।"

স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহিন মোল্লা বলেন, “সাকিবুলরাই জুলাই বিপ্লবের প্রকৃত নায়ক। ছোট্ট কিশোর সাকিবুল দেশের বৈষম্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে, গুলিবিদ্ধ হয়েছে, অথচ তার নাম আহতদের তালিকায় নেই! তার বয়স, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ও পরিবারের অবস্থা বিবেচনায় নিয়ে তার নাম আহতদের তালিকার প্রথম ক্যাটাগরিতে থাকা উচিত। সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান, তারা যেন দ্রুত সাকিবুলের নাম আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করেন।”

আ. দৈ.. / কাাশেম
   বিষয়:   জুলাই    বিপ্লবে গুলিবিদ্ধ    ১৩ বছর   সাকিবুল   আহতদের   তালিকায়    তার নাম নেই   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি​
সংগ্রাম এখনও শেষ হয়নি: মির্জা ফখরুল
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের
আশুলিয়ায় জুট ব্যবসা দখল নিতে গিয়ে গুলি, বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ১
আশুলিয়ায় স্ত্রীকে হত্যা করে লাশে আগুন দিয়ে পলাতক স্বামী
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

উপাচার্যের বিতর্কিত সিন্ধান্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তাল পরিস্থিতি
বৃষ্টি নামলেই বেহাল দশায় ঢাকা নগরী
আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি মেঘনার, বাচ্চা নষ্টের অভিযোগ অস্বীকার
এলজিইডির ১০৭৯ কোটি টাকা আত্মসাত, সাবেক এমপি মহিউদ্দীনসহ ২৭ জনের নামে দুদকের মামলা
এসবিএসি ব্যাংকের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স উদ্বোধন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝