রাঙামাটিতে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিবেদিত তরুণদের সম্মান জানাতে রাঙামাটি পার্বত্য জেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে আহত ৮ জন শিক্ষার্থীকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মোট ৪ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সদস্যবৃন্দসহ, আহত শিক্ষার্থীরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, তরুণদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই সমাজে ন্যায়বিচার ও সাম্যের আলো ছড়িয়ে পড়বে। আহতদের প্রতি সংহতি জানিয়ে তাদের সুস্থতা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।
চব্বিশের গনঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মধ্যে থেকে আবদুল আহাদ বলেছেন, আমরা যে কোটার জন্য আন্দোলন করেছি, আমাদেরকে যেনো আবার সেই কোটার মাধ্যমে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া না হয়। আমরা রাঙামাটি থেকে যারা চব্বিশের গনঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, তাদেরকে যেনো সরকারি চাকুরির ক্ষেত্রে কোনো অতিরিক্ত সুবিধা দেওয়া না হয়। আমরা মেধার মাধ্যমে চাকরি পেতে চাই।
সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে বলেন, তারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে যাবেন। তাদের এই দৃঢ় মনোবল ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত অতিথিরা তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সংবর্ধনা শুধু আহতদের সম্মান জানানোই নয়, এটি ছিল সমাজ পরিবর্তনের পথে নতুন প্রতিশ্রুতি ও অনুপ্রেরণার এক মাইলফলক।
আ. দৈ. /কাশেম /সাখাওয়াত