ফরচুন বরিশাল, বিপিএলের সবশেষ দুই আসরে চ্যাম্পিয়ন । আর তামিম ইকবালই দলটির অধিনায়ক হিসেবে দু’বারই দায়িত্বে ছিলেন । দীর্ঘদিন ধরে শিরোপা বঞ্চিত বরিশালকে পরপর দুবার শিরোপা এনে দেয়ার বড় কারিগর এই তামিম ইকবালকে।
এছাড়া দলটির মালিক মিজানুর রহমানের নিবেদন আলাদা করে নজর কেড়েছে । তার সঙ্গে অধিনায়ক তামিমের রসায়নটাও আলাদা করে উঠে এসেছিল আলোচনায়। মাঠ কিংবা মাঠের বাইরে দুজনের প্রশংসা দুজনকেই করতে দেখা গিয়েছে সবসময়।
এবার এই দুই জুটিকে দেখা যাবে আসন্ন ডিপিএলেও। গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং মিজানুর রহমান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজান নিজেই। জানিয়েছেন তারা দায়িত্ব নিয়েছেন ক্লাবটির।
এদিকে ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন তামিম নাকি মিজান। এমন প্রশ্নে মিজান জানালেন সিদ্ধান্তটি আলোচনা সাপেক্ষ্যে।
এমআই