জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি সংগঠনের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সিরাজুম মুনীর তাহমীদ (১৫ ব্যাচ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ)-কে সভাপতি এবং সিফাত সরকার মুবিন (১৬ ব্যাচ, আইন বিভাগ)-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
অন্যান্য পদে মনোনীতরা হলেন:
সহ-সভাপতি: ফুয়াদ ভূঁইয়া (১৫ ব্যাচ) যুগ্ম সাধারণ সম্পাদক: মুজাহিদুল ইসলাম পরশ (১৬ ব্যাচ) সাংগঠনিক সম্পাদক: সৌর সরকার আলবন (১৬ ব্যাচ)
কোষাধ্যক্ষ: ইশতিয়াক আজাদ (১৭ ব্যাচ) উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাবনা এবং ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ কমিটি গঠন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের উপদেষ্টারা।
আ. দৈ. /কাশেম/সালাহ উদ্দিন