ঢাকায় আসছেন ‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর জানিয়েছেন গায়ক নিজেই।জনপ্রিয় এ গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন। একটি স্বল্প সময়ের ভিডিও আপলোড করে মুস্তফা জানান, বাংলাদেশে আসছেন তিনি।
সোমবার (২০ জানুয়ারি) রাতে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিশিয়াল পেজে গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করে। আপলোড করা ভিডিওতে মুস্তফা ক্যামেরার সামনে হাঁটু গেড়ে বসে বলেন, 'আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার নাম মুস্তফা জাহিদ। ভক্তদের কাছে এ মুহূর্তে একটা খবর ছড়িয়ে পড়েছে যে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, গুঞ্জনটি শতভাগ সত্যি।'
মুস্তফা জাহিদ আরও বলেন, 'আমি খুব শিগগিরই অপূর্ব সুন্দর দেশ ঢাকায় আসছি। আমি খুব শিগগিরই শো এবং টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার সোশ্যাল মিডিয়ায় দেব। সুন্দর একটি রক এন্ড রোল সময় কাটবে আশা করছি। খুব শিগগিরই দেখা হবে, ইনশাল্লআহ।'
শোনা যাচ্ছে, পাকিস্তানের এ জনপ্রিয় গায়কের সঙ্গে মঞ্চ মাতাতে পারে তাহসান খান, লেভেল ফাইভ সহ বেশ কয়েকটি ব্যান্ড দল। ভেন্যু চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বসতে পারে জমকালো এ গানের আসর।
আ. দৈ/ সাম্য