সোমবার, ৭ জুলাই ২০২৫,
২৩ আষাঢ় ১৪৩২
ই-পেপার

সোমবার, ৭ জুলাই ২০২৫
রাজনীতি
স্লোগান নয়, রাজনীতিতে মেধা-বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 20 January, 2025, 6:49 PM  (ভিজিট : 187)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে, এটা কিন্তু স্লোগান দেয়ার প্রতিযোগিতা নয়। এখন কিন্তু মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশাল মিডিয়াতে কে কেমন লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। এ বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। শুধু স্লোগান দিয়ে সামনের যুদ্ধে জয় করতে পারবেন না।

আজ সোমবার গুলশান কার্যালয়ে বিএনপি’র ‘প্রাথমিক সদস্য পদ নবায়ণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, যারা সদস্য ছিলেন তাদের পদই নবায়ণ হবে। এ বইগুলো জেলা, উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে যাবে। এ ক্ষেত্রে আমাদের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদককে এই কাজ নিশ্চিত করতে হবে। এটি যদি করা যায়, আমরা এক মাসের মধ্যে তৃণমূলে পৌঁছে যেতে পারবো।

তিনি বলেন, এক্ষেত্রে সদস্যদের জানাতে হবে, আপনার সদস্যপদ নবায়ণ হচ্ছে, যদি তিনি না জানেন, তবে তিনি আগ্রহ হারাবেন।

এক্ষেত্রে অভিজ্ঞতা শেয়ার করে মির্জা ফখরুল বলেন, অতীতে যেটা হয়েছে, বিশেষ করে আমাদের যারা এমপি পদপ্রার্থী, তারা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন। এই জিনিসটা খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। এটা যেন সাংগঠনিকভাবেই যায়, যারা এমপি পদপ্রার্থী তারা যেন আবার না নিয়ে চলে যায়।

অনুভব করে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতাকর্মীরা কেন জানি না? রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।

গতকাল জিয়ার মাজারে কিছু কিছু কর্মীর স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, এটা রাজনীতি না। কোনো রাজনীতি কর্মীর মুখ থেকে এ ধরনের স্লোগান আসা উচিত নয়। এটা রাজনীতির কত বড় দেউলিয়াপনা হতে পারে সেটা এখান থেকে বুঝা যায়। এ জায়গাটাতে আমাদের একটা দৈন্য আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্যোগ নিবে বলে বিশ্বাস করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ খুব জরুরি করতে হবে। কিভাবে বক্তৃতা করতে হবে, কিভাবে একটা সভা চলে, কিভাবে উপস্থাপনা করবেন, এড্রেস কিভাবে করবেন? এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন, যেটা আমার কাছে মনে হয়।

বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার অর্থে আমাদের একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার। একটি পলিটিকাল পার্টি তৈরি করা দরকার। আমাদের এখন সত্যিকার অর্থেই একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত হতে হবে।

তিনি বলেন, সামনে যখন আমরা রিক্রুট করবো দলে, তখন যেন ভালো, মেধাবী মানুষদের সদস্য করি, যাতে দল সামনে আরও শক্তিশালী হয়।


আ.দৈ/এআর 

   বিষয়:  স্লোগান   রাজনীতি   প্রতিযোগিতা   উদ্বোধনী অনুষ্ঠান   প্রধান অতিথি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকার পতনের টার্গেট নিয়েই এনবিআরের ৬১ দিনের আন্দোলন হয়েছে
২০১৩ সালে শাহবাগে বড় রাজনৈতিক মব হয়েছে
জামায়াত যেনতেন নির্বাচন চায় না: আবদুল্লাহ তাহের
শেখ হাসিনা.রেহানা ও জয়সহসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
ইসলামিক এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ইবিতে স্মার্ট আইডি কার্ড প্রদান
পিএসটিসি-র ৪৭ বছর পূর্তি উদযাপন
কুমিল্লায় বাড়ি ঘেরাও করে ৩ জনকে পিটিয়ে হত্যা
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নুপুরের ভাঙচুর চেষ্টা, ভাইরাল ভিডিও
সাবধান! ঢাকা.বরিশাল ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু ভয়াবহতা বাড়ছে
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝