শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

 এমপি আজিম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে তার মেয়ে

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৪:১৬ পিএম

 এমপি আজিম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে তার মেয়ে
ছবি সংগৃহিত

ভারতে চিকিৎসা নিতে গিয়ে হত্যাকান্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এই হত্যাকান্ডের ঘটনায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন বাবা হত্যার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেগিয়ে তিনি বাবার হত্যার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক  বিচার চেয়েছেন।

তিনি বলেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। কারা (হত্যা) করেছে, কেন করেছে- এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই।’

গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেনে’ ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির হত্যার শিকার হন বলে জানায় স্থানীয় পুলিশ। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এমপি আনোয়ারুল আজিম তার যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান বলে গণমাধ্যমে জানিয়েছেন।

‘বাবাকে হারিয়ে আমি আজ এতিম হয়ে গেছি’, উল্লেখ করে ডোরিন বলেন, ‘আমার পড়াশোনাও এখনও শেষ হয়নি, এখনও মাঝপথে।... আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় ভর্তি করিয়েছেন। সামনে রেজাল্ট দেবে। যাওয়ার আগে আমার বাবা বলে গেছেন, আমি ইন্ডিয়া থেকে এসে কিন্তু তোমার রেজাল্ট চেক করবো। কোনও কথাই তিনি রাখতে পারেননি।’

‘আমি যখন ছোট ছিলাম, আমার বাবা ১৪টা বছর মিথ্যা মামলায় ওলিতে-গলিতে থেকেছেন। আমি যখন একটু বুঝতে শিখেছি, তখন কাছে পেয়েছিলাম। আবার তাকে হারিয়ে ফেললাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করবেন।... আমি আমার সচক্ষে দেখতে চাই, কারা আমার বাবাকে হত্যা করলো, এভাবে আমাকে এতিম করলো।’

কাউকে সন্দেহ করছেন কিনা, জানতে চাইলে সংসদ সদস্যের এই কন্যা বলেন, ‘আমি চিনি না। কিন্তু আমি চিনতে চাই। আমি হারুন স্যারকে (ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ) বলে এসেছি, আপনি আইডেন্টিফাই করুন কেন এমন হলো। কারণ আমি ল পড়ছি, আমিও কিছু নিয়মকানুন জানি। আপনি তদন্ত করুন, দেখুন তারা কারা। আমাকে চেনান, আমি তাদের চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই।’

আ. দৈনিক / একে

Link copied!