শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

 দুদকের মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল সাময়িক বরখাস্ত

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৪, ০৫:৩৩ পিএম

 দুদকের মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল সাময়িক বরখাস্ত
ফাইল ছবি-

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির মামলায় চার্জশিট ভুক্ত আসামি ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১২ মে) তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর  ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর  দায়ের করা মামলা ১৫ নম্বর  থেকে উদ্ভূত মেট্রো বিশেষ মামলায় (মামলা নং-০৩/২০২৪) মূলে  ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে আদালত  চার্জশিট গ্রহণ করে। গত ৩০ এপ্রিল ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

 ওইদিন আসামিকে কারাগারে  প্রেরণ করায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯-এর উপধারা ২ অনুযায়ী  গত ৩০ এপ্রিল থেকে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।’সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অহিদুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। আসামির বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য বা ভিত্তিহীন তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মামলাটি তদন্ত করে গত ৯ জানুয়ারি অহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় দুদক। গত ৩০ এপ্রিল মামলার চার্জশিট গ্রহণ শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামি অহিদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আ. দৈনিক/ একে

Link copied!