শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

ঢাকা দক্ষিণ সিটিতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ১০ পে-লোডার যুক্ত

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৬:৪০ পিএম

ঢাকা দক্ষিণ সিটিতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ১০ পে-লোডার যুক্ত

দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হয়েছে নতুন আরো ১০টি পে-লোডার। যার ফলে করপোরেশনের ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত যান-যন্ত্রপাতির সক্ষমতা আরো বৃদ্ধি পেলো।
 
রোববার (১০ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য নতুন ক্রয়কৃত এসব পে-লোডার হস্তান্তর করা হয়।র‌্যাংগস মোটরস লিমিটেড-এর সিইও আহমেদ শাহরিয়ার আনওয়ার ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এসব পে-লোডার এর চাবি হস্তান্তর করেন। 

ঈদ-উল-আযহাকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে ৮ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে পে-লোডার ১০টি ক্রয় করে। 

চাবি হস্তান্তরের পর ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ঘুরে ঘুরে পে-লোডারগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, নতুন পে-লোডার ক্রয়ের ফলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন সঞ্চারিত হওয়ার পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রমও ত্বরান্বিত হবে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার সময় কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নতুন ক্রয়কৃত এসব পে-লোডার জোরালো ভূমিকা রাখবে। এছাড়াও নতুন পে-লোডার ক্রয়ের মাধ্যমে আমাদের নিজস্ব সক্ষমতাও বৃদ্ধি পাবে।

চুক্তি অনুযায়ী নতুন ক্রয়কৃত পে-লোডারের জন্য ২ বছরের ওয়ারেন্টি প্রদান করা হবে। এছাড়াও এসব পে-লোডার পরিচালনায় নিয়োজিত চালকদের বিক্রয়কারী প্রতিষ্ঠান র‌্যাংগস মোটরস লিমিটেড কর্তৃক প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে, যা আজ হতেই শুরু হয়েছে। 

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আ.দৈনিক / একে
 

Link copied!