শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

এনআইডি সেবা ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে ইসির চুক্তি

আজকের দৈনিক | নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৭:৪৭ পিএম

এনআইডি সেবা ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে ইসির চুক্তি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন, হারানো ও নবায়ন সেবা ফি আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং নির্বাচন কমিশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ঘরে বসেই সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে বাংলাদেশি নাগরিকরা তাদের এনআইডির বিভিন্ন সেবা ফি পরিশোধ করতে পারবেন।

 রোববার (০৯ জুন) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহবুব আলম তালুকদার। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নির্বাচন কমিশনের আইডিইএ (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক ব্রি. জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন ভূঞাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আ.দৈনিক / একে/ সুসা

Link copied!