বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আওতাধীন ট্যুর অপারেটরদের থেকে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ চুক্তির ফলে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে ট্যুর অপারেটররা তাদের বিভিন্ন ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। গতকাল রোববার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আ. দৈনিক / কাশেম / রমজান