শনিবার, ৫ অক্টোবর ২০২৪,
২০ আশ্বিন ১৪৩১
ই-পেপার

শনিবার, ৫ অক্টোবর ২০২৪
জাতীয়
বর্জ্য বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে ডিএনসিসি
আমিনবাজার ল্যান্ডফিলসহ চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রশাসকের নেতৃত্বে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 14 September, 2024, 7:45 PM


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। শনিবার (১৪ সেপ্টেম্বর)  বেলা ১১ গাবতলী সিটি পল্লীতে ডিএনসিসির ক্লিনারবাসীদের জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন এবং আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন তিনি। 

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। তিনি জানান,ডিএনসিসি'র চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে প্রশাসক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এসময় প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

 প্রশাসক মোঃ মাহমুদুল হাসান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, 'চলমান কাজগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বিভাগ ও সংস্থার সাথে সমন্বয় করতে হবে। কাজের গতি বাড়াতে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন সবসময় সচল রাখতে হবে এবং এটির আধুনিকীকরণ করতে হবে।'

ডিএনসিসি প্রশাসক আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে বলেন, 'ঢাকা উত্তর সিটি এলাকার বিপুল পরিমান বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য আমিন বাজার ল্যান্ডফিল আধুনিকীকরণ করতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা হবে। এর ফলে বায়ু দূষণ রোধ হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন হলে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল বিভাগ ও সংস্থার সাথে সমন্বয় করে কাজের গতি বৃদ্ধি করা হবে।'

পরিদর্শনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী 
ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল), আবুল হাসনাত মোঃ আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), ড্রেনেজ সার্কেল, মোহাম্মদ আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা) মোঃ ফরহাদ প্রমুখ।

আ. দৈ./ কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঘর-বাড়ি শয়তানের প্রভাবমুক্ত হয় যেভাবে
চাটখিল থানা অগ্নিকাণ্ড ও লুটপাটের অভিযোগে হাসান তফদার কারাগারে
দেশে শেখ হাসিনা না থাকলে তাদের প্রেতাত্মারা আছে :-জয়নুল আবদিন ফারুক
শাজাহানপুরে মির্জা আব্বাসের বাসায় হামলা, সাবেক দুই আইজিপিসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
দেশের কোনো পিতা হয় না: কঙ্গনা রানাওয়াত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক- প্রকৌশলী আরিফুর রহমান, সদস্য সচিব-শাহেদ জোহার
বাউফলে সুদের টাকার চাপে রিক্সা শ্রমিকের কীটনাশক পান
গণতন্ত্র বিনষ্টের মূলে রাজনীতিবিদরাই দায়ী, বাউফলে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
সাদিক -ফরহাদের নেতৃত্বে ঢাবি শাখা শিবিরের পুর্ণাঙ্গ কমিটি
বাউফলে কবরস্থানে যুবলীগ সভাপতির মাদকের আখড়া
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
ব্যবস্থাপনা সম্পাদক : মাসুদ আলম
নির্বাহী সম্পাদক : মোঃ তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝