আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিয়তই নতুন নতুন বিশ্বরেকর্ড গড়ছে মঙ্গোলিয়া। তবে সেটি লজ্জার।
গত মে মাসেই জাপানের বিপক্ষে ১২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছিলেন তারা। এবার আরও একটি লজ্জার রেকর্ড গড়ল মঙ্গোলিয়া। সিঙ্গাপুরের কাছে মাত্র ১০ রানে অলআউট হয়েছে পূর্ব এশিয়ার দেশটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই যৌথভাবে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে, স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয় আইল অব ম্যান।
মালয়েশিয়ার বাঙ্গিতে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নেমেছিল সিঙ্গাপুর-মঙ্গোলিয়া। এই ম্যাচে মাত্র ১০ রানে অলআউট হয়েছে মঙ্গোলরা। এই রান করতেও তাদের খেলতে হয়েছে ১০ ওভার।
জবাব দিতে নেমে সিঙ্গাপুরের খেলতে হয়েছে মাত্র ৫ বল। ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে মঙ্গোলিয়া। রানের সঙ্গে পাল্লা দিয়ে উইকেট হারায় তারা। পাঁচজন খেলোয়াড় রানের খাতা খোলার আগেই বিদায় নেন। গান্দেম্বেরেল গানবোল্ড এবং জলজাভখলান শুরেন্তেস্তেগ ২ রান করে করেন।
সিঙ্গাপুরের হার্শা ভরদ্বাজ মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। এটি টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।
জবাব দিতে নেমে মানপ্রীত সিং রানের খাতা খোলার আগে বিদায় নেন। উইলিয়াম সিম্পসন এবং রাওল শর্মা প্রথম ওভারেই ম্যাচ শেষ করে দেন।
টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। তবে মঙ্গোলিয়া এককভাবে রেকর্ডটির মালিক হতে পারেনি। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে আইলস অব ম্যানও ১০ রানে অলআউট হয়েছিল। সেই রেকর্ডেও ভাগ বসাল মঙ্গোলিয়া।
আ.দৈ/এআর