রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪,
৩১ ভাদ্র ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
খেলাধুলা
বিগ ব্যাশে বাংলাদেশের রিশাদ হোসেন
ক্রীড়া প্রতিবেদকঃ
Publish: Sunday, 1 September, 2024, 7:52 PM

 অস্ট্রেলিয়ার আলোচিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। তিনি বেশ কদিন যাবৎই ক্রিকেটের মহল্লায় আলোড়ন-দ্যুতি ছড়িয়েছেন। কয়েক মাস আগেই কানাডার গ্লোবাল টি২০ তে খেলে এসেছেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে আলো ছড়ান তিনি। তার এই পারফরম্যান্সই নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের। তাই তো সাকিব আল হাসানের পর কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে নাম লেখালেন। প্রথম ২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলেন সাকিব, পরের মৌসুমে খেলেন মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে। 

 রোববার (০১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে বিগ ব্যাশের প্লেয়ারস ড্রাফট। প্রথমদিনই বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে নাম লেখেছেন বাংলাদেশের এই লেগস্পিনার। সিডনিতে অনুষ্ঠিত রোববারের ড্রাফটের ২৮ নম্বর ডাকে বাংলাদেশের এই তারকাকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ দলটি। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের ১৪তম আসর। তাই আগামী আসরের জন্য বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে তারা।

 তবে শোনা যাচ্ছে রিশাদ কেবল ছয় থেকে নয়টি ম্যাচ খেলতে পারেন হোবার্ট হারিকেনসের হয়ে। সুযোগ থাকলে ফাইনালেও দেখা যেতে পারে এই লেগ স্পিনারকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। কোচ হিসেবে রয়েছেন জেফ ভন। 
সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারদের অধীনে খেলার জন্য মুখিয়ে আছেন রিশাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেলে বিগ ব্যাশের আগামী মৌসুমে কিছু ম্যাচ হলেও খেলতে চান তিনি। একটা ‘কিন্তু’ যদিও আছে। যেটি বললেন রিশাদ নিজেই, ‘ওই সময় আমাদের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফর থাকার কথা। এর মধ্যে যদি সুযোগ হয়, তাহলে নিশ্চয়ই বিগ ব্যাশে খেলতে চাইব।’ 

এ বছরের ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও একই সময় হওয়ার কথা। এর আগে নভেম্বরেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা। জাতীয় দল ও বিপিএলের ব্যস্ততায় রিশাদের বিগ ব্যাশে খেলা হবে কি না, সেই প্রশ্নটা তাই থাকছেই। এখন বিপিএলের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করছে বিগ ব্যাশে মুখিয়ে থাকা রিশাদ হোসেনের। 

উল্লেখ্য, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। ২২ বছর বয়সী এই লেগ স্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত বছরের মার্চে। এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ২৯ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৩ ওয়ানডে খেলে পেয়েছেন একটি উইকেট।

হোবার্ট হারিকেন্স স্কোয়াড:  
হেড অব স্ট্র্যাটেজি: রিকি পন্টিং
কোচ: জেফ ভন
চুক্তিবদ্ধ খেলোয়াড়: ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডেরমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।

আ. দৈ. /কাশেম/ মাহী



আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অগ্রণী ব্যাংকে ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বিকাশ
সোনালী ব্যাংকের সাথে ট্যুরিজম বোর্ডের চুক্তি
জনতা ব্যাংকে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

’ক্ষমতায় আসলে বিএনপি জনগণের শাসন প্রতিষ্ঠা করবে ‘
বিএনপির কেন্দ্রীয় ত্রান তহবিলে সহায়তা দিলেন কামরুজ্জামান সোহাগ
আমিনবাজার ল্যান্ডফিলসহ চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রশাসকের নেতৃত্বে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তারা
বাউফলে সভাপতির বিরুদ্ধে সম্পাদকের সংবাদ সম্মেলন
সোনাইমুড়িতে বন্যাদুর্গত ৪০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে বাকোডিসি
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
ব্যবস্থাপনা সম্পাদক : মাসুদ আলম
নির্বাহী সম্পাদক : মোঃ তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝