তিনি এসময় বলেন, হেলাল হাফিজের মরদেহ শনিবার সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে৷ পরে সেখানেই হবে কবির প্রথম নামাজে জানাজা। বাদ যোহর কবির মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। পরে সেখানে হবো দ্বিতীয় জানাজা।
দাফনের বিষয়ে কবির বড় ভাই বলেন, বর্তমান সরকারের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী সাহেব আমাকে ফোন করেছিলেন। তার সাথে কথা বলে আমরা হেলাল হাফিজকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানকে দাফনের সিদ্ধান্ত নিয়েছি। বাদ যোহর প্রেসক্লাবে জানাজা শেষে মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হবে।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ‘যে জলে আগুন জ্বলে’র কবি হেলাল হাফিজ। থাকতেন রাজধানী শাহবাগের একটি সুপার হোস্টেলে। শুক্রবার দুপুরে নিজের ঘরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন কবি। পরে পিজি হাসপাতাল নিয়ে এলে দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসক কবির মৃত্যু নিশ্চিত করেন।
আ. দৈ/ আফরোজা