ছবি: অনলাইন
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো 'সেভি অ্যাওয়ার্ড ২০২৪'। ১০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রথমবারের মতো এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৪টি বিভাগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। গুণীজনদের এই স্বীকৃতির পাশাপাশি ছিল জমকালো ফ্যাশন শো ও সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এবারের আসরে পুরস্কার পেয়েছেন ফ্যাশন দুনিয়ার কিংবদন্তি আইকন ও মডেল বিবি রাসেল, প্রযোজক আব্দুল আজিজ, চিত্রনায়ক অনন্ত জলিল, নির্মাতা রায়হান রাফি, ইফতেখার চৌধুরী, কাজল আরেফিন অমি এবং অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, ববি হক, তমা মির্জা, তানজিন তিশা, রাজ রিপা, রুকাইয়া জাহান চমক, সামিরা খান মাহি ও আলিশা ইসলাম।
এছাড়া সংগীতশিল্পীদের মধ্যে পুরস্কার পান দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল ও তানজিব সারোয়ার। সাংবাদিকতা বিভাগে সম্মাননা পেয়েছেন সাংবাদিক শফিক আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর আলম, সেভি মালয়েশিয়ার পরিচালক লি টিক চুং, হোন আহ লেং ও লি শক্স পাউ, সেভি মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সরদারসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আ. দৈ./ সাধ