ছবি সংগৃহিত
ইসলাম ধর্মের মহাপবিত্র গ্রন্থ আল কোরআন পাঠ করা এবং তা বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার লক্ষ্য নিয়ে ‘কুরআন পাঠ আন্দোলন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
আজ শনিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশের ঘোষনা দেয়া হয়েছে।
সংগঠনের উদ্যোক্তারা বলেছেন, পৃথিবীতে সৃষ্ট মহাসংকট থেকে উত্তরণের তথা সমাধানের জন্য মানুষকে আল-কোরআনে ফিরে আসতে হবে। আল কোরআন নিয়মিত পাঠ করলে এবং তা বুৃঝে জীবন পরিচালনা করলে একটি সহিষ্ণু ভিত্তিক মানবিক সমাজ গঠিত হবে। তাই মাতৃভাষায় কোরআন পাঠ অভ্যাস হিসেবে গড়ে তুলতে হবে।
তারা বলছেন, মুসলামনদের ঘরে ঘরে আল কোরআন আছে। কিন্তু তা পরিত্যক্ত অবস্থায় বা অবহেলিত অবস্থায় রয়েছে। মুসলমানদের ঘরে সবচেয়ে অবহেলিত গ্রন্থের নাম আল কোরআন। অথচ এই কোরআনই মানবতার মুক্তির একমাত্র পথ।
গতকাল এই নতুন সংগঠনের ১১ দফা ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের আহ্বায়ক আবু সাঈদ খান। বক্তব্য রাখেন উপদেষ্টা মুরাদ বিন আমজাদ। উপস্থিত ছিলেন সদস্য সচিব মু. মোশাররফ হোসাইন শিবলী, উপদেষ্টা সৈয়দ ওয়ালিউল আলমসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। আবু সাঈদ খান বলেন, মানবাধিকার, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আল কুরআনের বার্তা তুলে ধরতে হবে।
আ. দৈনিক /কাশেম/ বদি