চৌধুরী বলেন পাচঁ আগষ্টের পর অনেক ভুয়া মামলা হয়েছে এসকল ভুয়া মামলায় যেনো কোনো নিরপরাধ মানুষ হয়রানী না হয় আমরা সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ভুয়া ও মিথ্যা মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা যাতে হেনস্থার শিকার না হন সেজন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয়, ওই কমিটিও সেটা দেখবে।
তিনি আরও বলেন, ভুয়া মামলা দিয়ে যারা টাকা পয়সা রোজকার শুরু করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানিয়েছেন। এসব মামলা করা ব্যক্তিদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধায় সিলেট সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মামলাগুলো করা হয়।
আ. দৈ. /কাশেম/রাধে মল্লিক