রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪,
৩১ ভাদ্র ১৪৩১
ই-পেপার

রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
খেলাধুলা
সালাউদ্দিনকে আল্টিমেটাম ও অবাঞ্ছিত করার ঘোষণা
Publish: Saturday, 31 August, 2024, 5:30 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাবেক ফুটবলাররা। তা না হলে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

 

আজ সকালে বাফুফে ভবনের সামনে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হকের নেতৃত্বে সাবেক ফুটবলাররা এসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, আলফাজ আহমেদ, রুম্মান বিন ওয়ালি সাব্বিরসহ আরও অনেকে।


আজ সকাল ১১টায় বাফুফে ভবনের সামনে 'দুর্নীত হটাও ফুটবল বাঁচাও' ব্যানারে এই আন্দোলন করেন তারা। যেখানে কাজী সালাউদ্দিনের পতদ্যাগ চেয়ে বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম বলেছেন, ফুটবল ফেডারেশন থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চাই। ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলাম আমরা। এরপরও পদত্যাগ না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।


ফুটবল ফেডারেশনে মাহফুজ আক্তার কিরণের প্রভাব অনেক। গত কিছুদিন ধরেই কাজী সালাউদ্দিনসহ তার পদত্যাগ চেয়ে আন্দোলন করেছেন ফুটবল সমর্থকরা। আমিনুল অবশ্য কিরণকে নিয়ে ভাবছেনই না। সালাউদ্দিনের পদত্যাগই তাদের আন্দোলনের মূল বিষয়।

 

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সালাউদ্দিনের পদত্যাগ দাবি জানিয়ে বলেন, ফুটবল ফেডারেশনে সালাউদ্দিন সহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি ও ফুটবলকে নিচে নামিয়েছে।

 

ফুটবল ফেডারেশনে রাজনৈতিক চাপ ও সরকারি হস্তক্ষেপ হলে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। এই বিষয়ে প্রশ্ন হলে আমিনুল বলেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সেটা সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই।

 

আগামী অক্টোবরে বাফুফের নির্বাচন। সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন এবারও নির্বাচন করবেন তিনি। তার আগেই সালাউদ্দিনের পদত্যাগ চান তারা এবং নির্বাচন যেন পিছিয়ে দেয়া হয়, সে জন্য ফিফার কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক।

 

তিনি বলেন, ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি, নির্বাচন যেন আর কিছুদিন পিছিয়ে দেয়া হয়। তাহলে যারা খেলোয়াড় কিংবা সংগঠক আছেন, তারা আরও বিচার-বিশ্লেষণ করে দেশের ফুটবল কিভাবে সাজাতে পারি, সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারব বলে আশা করি।


আন্দোলনের পর বাফুফে ভবনে ঢুকে পড়েন সাবেক ফুটবলাররা ও সমর্থকরা। পরে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করে নিজেদের দাবি তুলে ধরেন। সেই বার্তা যেন কাজী সালাউদ্দিনের কাছে পৌঁছে দেয়া হয়, সেটাও জানিয়েছেন সাবেক ফুটবলাররা।

 

আ.দৈ/এআর

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অগ্রণী ব্যাংকে ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বিকাশ
সোনালী ব্যাংকের সাথে ট্যুরিজম বোর্ডের চুক্তি
জনতা ব্যাংকে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

’ক্ষমতায় আসলে বিএনপি জনগণের শাসন প্রতিষ্ঠা করবে ‘
বিএনপির কেন্দ্রীয় ত্রান তহবিলে সহায়তা দিলেন কামরুজ্জামান সোহাগ
আমিনবাজার ল্যান্ডফিলসহ চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রশাসকের নেতৃত্বে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তারা
বাউফলে সভাপতির বিরুদ্ধে সম্পাদকের সংবাদ সম্মেলন
সোনাইমুড়িতে বন্যাদুর্গত ৪০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে বাকোডিসি
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
ব্যবস্থাপনা সম্পাদক : মাসুদ আলম
নির্বাহী সম্পাদক : মোঃ তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝