শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪,
২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
খেলাধুলা
শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
Publish: Saturday, 23 November, 2024, 7:57 PM

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো পর্দা উঠবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের। যার সূচি বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আগেই ঘোষণা দিয়েছিল। ইতোমধ্যে এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। 

আজ শনিবার আসন্ন টুর্নামেন্টটির এ উদ্বোধন করা হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বর্তমান বিসিবি প্রধান ফারুক আহমেদ। এদিন তার সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা। এছাড়া ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং আমিন খান।  

মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এই নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টের মূল্য পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আল আরাফাহ ইসলামী ব্যাংক। 

এ অনুষ্ঠানে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেন, এখন থেকে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়মিতই আয়োজন করা হবে। 

তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএলের বাইরে কমপক্ষে একটা টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করবো। এখন থেকে প্রতি বছরই বিপিএলের আগে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। যেখানে অংশ নেবে শুধু স্থানীয় ক্রিকেটাররা। আমরা সবসময় বলি দেশি ও বিদেশি খেলোয়াড়রা একসঙ্গে খেললে ড্রেসিংরুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। আর এইবার বিপিএল কিংবা ন্যাশনাল লেভেল খেলার আগে ঘরোয়া এই টুর্নামেন্ট থেকেই খেলোয়াড়রা প্রস্তুতি নিতে পারবে। এ টুর্নামেন্টে ভালো করলে অনেকের জন্য জাতীয় দলের দরজাও খুলে যাবে।

আগামী ১১ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। সাতটি বিভাগীয় দলের সাথে ঢাকা মেট্রোর এই টুর্নামেন্টে মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হবে।  


আ.দৈ/এআর/মাহী
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে মার্চে
ঢাবি ক্যাম্পাসে যান চলাচল সীমিত
ভাঙ্গায় পরিবহনের চেকারকে পিটিয়ে জখমঃ কাউন্টারে তালা
ফরিদপুরে ‌কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ছুটির দিনে জমজমাট চট্টগ্রামের বিজয়মেলা
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

২০০৮ সালের বিধিমালা অনুমোদনের জোর দাবী জমি মালিকদের
শরীয়তপুরের জাজিরায় ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
দ্রোহ ও প্রেমের অমর কবি হেলাল হাফিজ আর নেই
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ইউসিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৬০ কৃষি-উদ্যোক্তা
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝