শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪,
২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
খেলাধুলা
ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব : স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার মাজহারুল, উইমেন অব দ্যা ইয়ার পারুল
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 22 November, 2024, 6:29 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ এ স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার হয়েছেন ইন্ডিপেডেন্ট টেলিভিশনের মাজহারুল ইসলাম মিথুন। আর স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল। তারা দু’জনেই ৭ পয়েন্ট পেয়ে যথাক্রমে স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার এবং স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার নির্বাচিত হন।

আজ শুক্রবার (২২ নভেম্বর) ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে পুরস্কার বিতরণীর প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এম এম ইকবাল বিন আনোয়ার ডন ও অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ মো, রাশিম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম। 

মাসব্যাপী এবারের আয়োজনে পুরুষ সদস্যরা ১০টি ও নারী সদস্যরা ৫টি ইভেন্টে অংশগ্রহণ করেন। পুরুষ সদস্যদের দাবা, শ্যুটিং, আর্চারি, সাঁতার, অ্যাথলেটিকস ২০০ মিটার, গোলক নিক্ষেপ, কল ব্রিজ, অকশন ব্রিজ, রামি এবং ক্যারম এককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়। অপরদিকে নারী সদস্যদের শ্যুটিং, লুডু, সাঁতার, অ্যাথলেটিকস ১০০মিটার ও ক্যারম এককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়। এছাড়াও স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার ও স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার নির্বাচিত হওয়া দুজনকে ৫০০০ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

আ. দৈ. /কাশেম/ এসএস

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে মার্চে
ঢাবি ক্যাম্পাসে যান চলাচল সীমিত
ভাঙ্গায় পরিবহনের চেকারকে পিটিয়ে জখমঃ কাউন্টারে তালা
ফরিদপুরে ‌কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ছুটির দিনে জমজমাট চট্টগ্রামের বিজয়মেলা
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

২০০৮ সালের বিধিমালা অনুমোদনের জোর দাবী জমি মালিকদের
শরীয়তপুরের জাজিরায় ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
দ্রোহ ও প্রেমের অমর কবি হেলাল হাফিজ আর নেই
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ইউসিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৬০ কৃষি-উদ্যোক্তা
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝