টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েন এই নায়িকা। সম্প্রতি আরজি কর কাণ্ডে উত্তপ্ত কলকাতা। এই সংগ্রামে সামিল হয়েছে অনেক তারকা।
ঠিক সেই সময়ে বিকিনি পরা ছবি পোস্ট করে তোপের মুখে পড়লেন নুসরাত জাহান। মাস খানেক আগে পুরো পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন নুসরাত। সেখানে কাটানো সময় দারুণভাবে উপভোগ করেছেন তিনি। এবার সেই স্মৃতিতেই ডুব দিয়েছিলেন নায়িকা। সেই স্মৃতিই যে তার জন্য বুমেরাং হয়ে যাবে তা কল্পনাও করেননি নুসরাত।
এরই মধ্যে অভিনেত্রীর এই স্টোরি মিম তৈরি করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, এটাই তো আদর্শ সময় বিকিনি পরা ছবি পোস্ট করার জন্য।
আবার কেউ লিখেছেন, এই মুহূর্তে সবাই কতটা চিন্তিত, আপনার চিন্তা হচ্ছে না? জবাবে কাউকে কোনও উত্তর দেননি এ অভিনেত্রী।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি
কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের
ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে
ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই
চিকিৎসক আত্মহত্যা করেছেন। এই ঘটনার পর থেকেই উত্তাপ ছড়িয়ে পড়ে শহরজুড়ে।
আ.দৈ/এআর