ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি শুধু অভিনয়েই দর্শকের নজর কাড়েননি, তার কণ্ঠে গানও ভীষণ জনপ্রিয়। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়।
তাই ভক্তদের পাশাপাশি অভিনেত্রী নিজেও ভীষণ ভাবে মুখিয়ে থাকেন এই অনুষ্ঠানগুলোর জন্য। শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় এই মরশুমে যেতে দেখা যায় অভিনেত্রীকে।
তবে এবারের অনুষ্ঠানে তার সঙ্গে ঘটেছে এক অবাক কাণ্ড। সম্প্রতি একটি অনুষ্ঠান করতে গিয়েছেন তিনি। এ অনুষ্ঠানের যাবতীয় মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। এমনকি পারফর্ম্যান্সের আগে মিষ্টি মুখও করে নিতে দেখা যায় তাকে।
শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ হিন্দিতে কথা বলেই থমকে গেলেন তিনি। বললেন, ‘এবার তো সবাই বলবে আপনি বাঙালি হয়ে হিন্দিতে কথা বলছেন কেন?’
এরপর মঞ্চ কাঁপিয়ে অনুষ্ঠান করতে দেখা গেল মিমিকে। অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার সময় তাকে বলতে শোনা গেল, ‘জীবনে প্রথমবার আমার মঞ্চে জুতো ছিঁড়ে গেছে।’ এ কথা বলে নিজেই হেসে গড়িয়ে পড়েন। যদিও তাতে থেমে যাননি অভিনেত্রী। দুর্ধর্ষ পারফর্ম করে তবেই ছেড়েছেন মঞ্চ।
মঞ্চে ওঠার আগে থেকেই বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলেন অভিনেত্রী। গাড়িতে অনুষ্ঠান স্থলে যাওয়া থেকে শুরু করে মেকআপ করে তৈরি হয়ে নেয়া।
আ.দৈ/এআর