সাতক্ষীরাস্থ ঝাউডাঙ্গা সীমান্ত তুজুলপুর এলাকয় ১জন চোরাকারবারিসহ ০৩টি স্বর্ণের বার আটক করেছে সাতক্ষীরা বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৩৩ বিজিবি ।
শনিবার (৯ নভেম্বর ) দিবাগত গভীর রাতে সাতক্ষীরার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অধিনে তুজুলপুর এলকায় গোপন সংবাদে পেয়ে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৩৩ বিজিবির একটি বিশেষ টিম। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামি এমআর স্লিপার কোচ তল্লাশি করে চোরাকারবারী মোঃ জাহাঙ্গীর হোসেনকে সন্দেহজনক ভাবে আটক করে। সে ঢাকা জেলার বায়েরবাগ থানার বায়েরবাগ গ্রামের মৃত্যু নুরুল হকের ছেলে
পরে তার দেহ তল্লাশি করে ডান পায়ের জুতার নীচে কচটেপ দিয়ে প্যাচানো আবস্থায় ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম ৩টি স্বর্ণের বারসহ ২টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ যার মূল্য ৫৭লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা ও মোবাইল ২টি ২১ হাজার টাকা । সর্বমোট মূল্য ৫৭ লাখ ৭৮হাজার ৮৭০ টাকা ।
স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার কওে ৩৩ বিজিবি। এ ব্যাপারে কলারোয়া আসামীকে সোপর্দ ও মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আ. দৈ. /কাশেম/মোস্তফা