শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪,
২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
শিক্ষা
বই-বিহঙ্গের ১ম বর্ষপূর্তি পালন
ঢাবি প্রতিনিধি
Publish: Saturday, 9 November, 2024, 8:46 PM

দেশে বিনামূল্যে বই পড়ার অন্যতম জনপ্রিয় সংগঠন ‘বই-বিহঙ্গ’র পথচলায় ১ বছর পূর্ণ হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলায় আজ শনিবার নানা আয়োজনে উদযাপিত হয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। 
 
প্রথম বর্ষপূর্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্রিত হন বই-বিহঙ্গের প্রতিষ্ঠাতা প্যানেলের সদস্যবৃন্দ, ঢাকার অন্যান্য শাখাগুলোর প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পাঠক, সদস্য ও অন্যান্যরা। 

যাত্রার এই এক বছরের নানান গল্প, স্মৃতিচারণা, কুইজ প্রতিযোগিতা ও কেক কাটার মাধ্যমে আয়োজিত হয় বই-বিহঙ্গের প্রতিষ্ঠাবার্ষিকী। একইসাথে বই-বিহঙ্গ সরকারি বাঙলা কলেজ ও ঢাকা নার্সিং কলেজ এ দুটি নতুন শাখার উদ্বোধন করা হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বই-বিহঙ্গের বিভিন্ন শাখায় কেক কাটা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, পাঠক মিলনমেলাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত বই-বিহঙ্গের প্রতিষ্ঠাতা সজীব সিকদার বলেন, বই পড়ার মাধ্যমেই সুস্থ ও সৃজনশীল মানসিকতাসম্পন্ন জাতি গঠন সম্ভব। মানসম্মত বই, সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করা এবং শুদ্ধ সাহিত্য চর্চায় বদ্ধপরিকর বই-বিহঙ্গ। এ সময় বই-বিহঙ্গ, বইয়ের পাখি হয়ে সারা বাংলার আকাশে উড়ে বেড়াক বলে আশা প্রকাশ করেন তিনি।

সহ-প্রতিষ্ঠাতা উম্মে হাবিবা হ্যাপী বলেন, বই-বিহঙ্গ তরুণদের কাছে বইয়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বইয়ের প্রতি তাঁদের আকৃষ্ট করছে। বাংলাদেশের প্রতিটি প্রান্তে বই-বিহঙ্গকে ছড়িয়ে দিতে চাই আমরা।

সহ-প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসির বলেন, সকলের সহযোগিতা পেলে দেশের প্রতিটি প্রান্তে বই পৌঁছে দেয়ার মাধ্যমে বই-বিহঙ্গ বাংলাদেশে একটি ইতিবাচক বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। 

গত বছরের ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একদল স্বপ্নবাজ তরুণদের হাত ধরে যাত্রা শুরু করে বই-বিহঙ্গ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, ফরিদপুর, বগুড়া, পাবনা সহ মোট ১০টি শাখায় বইয়ের পাখি হয়ে বিনামূল্যে বই পড়ানোর সেবা করে যাচ্ছে বই-বিহঙ্গ।

প্রতিষ্ঠার পর থেকেই বই পড়ানোর পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সমাজ বাস্তবতার প্রেক্ষিতে বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে বই-বিহঙ্গ। 

চলতি বছরের ২৩ এপ্রিল বইপ্রেমীদের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে বই দিবস পালন করে বইয়ের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় তাঁরা। চিঠি দিবস উপলক্ষে মায়ের কাছে চিঠি লেখার আয়োজনে বই-বিহঙ্গ এক হাজারেরও বেশি চিঠি সংগ্রহ করে। 

এছাড়াও সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে ‘মাদক ছেড়ে বই পড়ি’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যৌথ আয়োজন করে বই-বিহঙ্গ।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চলতি বছরের ভয়াবহ বন্যায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ৫শতাধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে বই-বিহঙ্গ পরিবার।

উল্লেখ্য, বাংলা ভাষাকে অক্ষুণ্ণ রাখতে এবং সাহিত্যের আভিজাত্য ও সৌন্দর্যকে ছড়িয়ে দিতে যাত্রা শুরু করে ‘বই-বিহঙ্গ’। পাখি যেমন মুক্ত আকাশে ডানা মেলে ঘুরে বেড়ায়, বই-বিহঙ্গ ঠিক তেমনি মুক্তভাবে সব বইপ্রেমী মানুষের কাছে পৌঁছতে চায়। এমনকি চায় সব মানুষের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসার জায়গা তৈরি করতে। পাঠকের মস্তিষ্কের উর্বরতা নিশ্চিত করতে পাঠকের দরজায় গিয়ে হাজির হতে চায় বই নিয়ে।


আ.দৈ/এআর 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে মার্চে
ঢাবি ক্যাম্পাসে যান চলাচল সীমিত
ভাঙ্গায় পরিবহনের চেকারকে পিটিয়ে জখমঃ কাউন্টারে তালা
ফরিদপুরে ‌কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ছুটির দিনে জমজমাট চট্টগ্রামের বিজয়মেলা
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

২০০৮ সালের বিধিমালা অনুমোদনের জোর দাবী জমি মালিকদের
শরীয়তপুরের জাজিরায় ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
দ্রোহ ও প্রেমের অমর কবি হেলাল হাফিজ আর নেই
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ইউসিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৬০ কৃষি-উদ্যোক্তা
শিক্ষা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝