ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪।’ এর পুরুষ ক্যারম এককে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের সাঈদ শিপন। এ নিয়ে তিনি মোট চার বার ক্যারম এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
আজ বুধবার ( ০৬ নভেম্বর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দপ্তর সম্পাদক রফিক রাফি। তিনি জানান, ডিআরইউ’র ক্রীড়া কক্ষে প্রতিযোগিতার ফাইনাল খেলায় সাঈদ শিপন সরাসরি ২-০ গেমে পরাজিত করেন দৈনিক নয়া দিগন্তের মনিরুল ইসলাম রোহানকে।
এ নিয়ে মনিরুল ইসলাম প্রথমবারের মতো রানার আপ হয়েছেন। ফাইনালে প্রথম গেমে লড়াই হয় সেয়ানে-সেয়ানে। শুরুতে মনিরুল ইসলাম রোহান বেশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩০-২৩ পয়েন্টে হেরে যান। তবে দ্বিতীয় গেমে রোহানকে দাঁড়াতেই দেননি শিপন। ৩৩-শূন্য পয়েন্টে জিতে নেন দ্বিতীয় গেমটি। এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা পোস্টের জসিম উদ্দিন।
প্রতিযোগিতা উপভোগ করেন ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, অর্থ সম্পাদক জাকির হুসাইন, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, মো. শরীফুল ইসলাম, ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির অ্যাডিশনাল ডিরেক্টর ইমরান আল বারী, মো. সাজ্জাদ হোসেন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইর সাবেক নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যগণ।
পুরুষদের ক্যারম এককের ফাইনালের মধ্যদিয়ে আজ বুধবার শেষ হলো ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ এর সকল ইভেন্ট সমূহ।
৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল। ৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার হয়েছেন ইন্ডিপেডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন।
আ. দৈ. / কাশেম