অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবে। সাধারণ মানুষের কষ্ট লাঘবের বিষয়টি নিয়ে ভাবছে সরকার । আজ বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, আমরা বার বার বলেছি, অবশ্যকীয় জিনিসের ঘাটতি হতে দেবো না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলাটা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো।
উপদেষ্টা বলেন, কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখব। আমেরিকায় আপনার কী ঝামেলা হয়েছিল সেটা মানুষ জানতে চায়, এমন প্রশ্নে তিনি বলেন, আমি সেটা বলব না।
টাকা পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে আমি পরে বলব।
আ. দৈ. /কাশেম