নোয়াখালীর চাটখিল থানায় হামলা, ভাংচুর, লুটপাট অগ্নিকাণ্ড ও নাশকতার মামলায় আহসান হাবিব হাসান তফাদার(৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
আজ শুক্রবার (৪অক্টোবর) বিকেলে আদালতে মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছে চাটখিল থানা পুলিশ। হাসান চাটখিল পৌরসভার সুন্দরপুর গণি তফাদার বাড়ির মৃত হাজী মোহাম্মদ উল্লাহ'র ছেলে। ও চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০ দিকে চাটখিল থানার পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরে দেশের আইন-শৃঙ্খলা কে বিঘ্ন ঘটাতে একদল সন্ত্রাসী ও কুচক্রী মহল চাটখিল থানায় হামলা করে অগ্নি সংযোগ করে এ সময় থানার অস্ত্রশস্ত্রসহ সকল মালামল লুট করে নিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।
আ. দৈ. /কাশেম/সাদ্দাম