সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে শেখ হাসিনা নাই, আওয়ামীলীগ নাই কিন্তু তাদের প্রেতাত্মারা আছে। তারা এ সরকারকে অস্বস্তিকর করার একটি প্রয়াস চালাচ্ছে। বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গোৎসব কে ঘিরে তারা আগামী কয়েকদিনের মধ্যে একটি সন্ত্রাসী কর্মকান্ড চালাতে পারে বলে আমাদের ধারনা রয়েছে। এ জন্য সরকারের পাশাপাশি বিএনপির প্রতিটি দলের নেতা-কর্মী পুজা মন্ডপগুলো পাহারা দিতে হবে।
আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুরে নিজ বাড়িতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবন্দদের কে যৌথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে চলমান রাজনীতির পরিস্থিতির দিকে সবার খেয়াল রাখতে হবে। আবু সায়েদ খোকন,মুগদ্ধসহ অসংখ্য নেতা-কর্মীর রক্তের বিনিময়ে এ দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও তার নজর এখনও বাংলাদেশের দিকে রয়েছে।
আ. দৈ. /কাশেম/সাদ্দাম