বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এসেছে। মো. আবু সাদিক কায়েমকে সভাপতি ও এস এম ফরহাদকে সেক্রেটারি করে মোট ১৪ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেছে দলটি ।
আজ বুধবার বিকেল ৩ টা’র দিকে দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজ থেকে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটির একটি তালিকা প্রকাশ করা হয়। পরবর্তিতে উক্ত কমিটির সভাপতি আবু সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদকে তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে সেই পোস্ট শেয়ার করতে দেখা যায়।
উল্লেখ্য, উক্ত কমিটির সভাপতি সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও তারা দুজন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্যসেন হল এবং কবি জসিমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী (সাবেক)।
পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্ত অন্য় সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রচার ও মিডিয়া সম্পাদক পদে আছেন হোসাইন আহমাদ জুবায়ের; ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম; অফিস সম্পাদক পদে ইমরান হোসাইন; বায়তুল মাল সম্পাদক পদে আলাউদ্দিন আবিদ; দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে হামিদুর রশিদ জামিল; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে নুরুল ইসলাম নূর; বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইকবাল হায়দার; শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. আনিছ মাহমুদ ছাকিব; আইন ও মানবাধিকার সম্পাদক পদে রিয়াজুল মিয়া; ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে আছেন আবদুল্লাহ আল আমিন।
এই কমিটি আসলে কখন গঠিত হয়েছিল এবং এতদিন কেন তারা প্রকাশ্যে আসেনি এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি সাদিক কায়েম আজকের দৈনিককে বলেন, আমাদের এই কমিটি গঠিত হয়েছে এই বছরের শুরুর দিকে। এতদিন ক্যাম্পাসে ছাত্রলীগের ত্রাসের কারণে আমাদের কমিটি পাব্লিকলি প্রকাশ করা হয়নি এবং আমরাও নিজেদের পরিচয় প্রকাশ করিনি।
আপনাদের কমিটি আরও বর্ধিত করা হবে কি না এবং কবে নাগাদ হল কমিটি দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমাদেরর সংগঠন আসলে ক্যাম্পাসের অন্যসকল ছাত্রসংঠনের মতো নয়, আমাদের গঠনতন্ত্রে এমন কিছু বলা নেই যে কমিটি অনেক বড় হতে হবে। আর হল কমিটি নিয়ে আমাদের ভাতৃপ্রতিম সংগঠনগুলোর সাথে আলোচনা করছি, অনেক আলোচনার বিষয় আছে এখানে। আপাতত আমাদের বিশ্ববিদ্যালয় কমিটিতে যারা আছে তারাই হলের বিষয়গুলো দেখাশোনা করছে।
আ. দৈ. /কাশেম/ সাধ