মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪,
২৮ কার্তিক ১৪৩১
ই-পেপার

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
শিক্ষা
সাদিক -ফরহাদের নেতৃত্বে ঢাবি শাখা শিবিরের পুর্ণাঙ্গ কমিটি
শোয়াইব হোসেন সাধ
Publish: Wednesday, 2 October, 2024, 7:34 PM

 বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এসেছে। মো. আবু সাদিক কায়েমকে সভাপতি ও এস এম ফরহাদকে সেক্রেটারি করে মোট ১৪ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেছে দলটি । 

আজ বুধবার  বিকেল ৩ টা’র দিকে দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজ থেকে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটির একটি তালিকা প্রকাশ করা হয়। পরবর্তিতে উক্ত কমিটির সভাপতি আবু সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদকে তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে সেই পোস্ট শেয়ার করতে দেখা যায়।
উল্লেখ্য, উক্ত কমিটির সভাপতি সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী এবং ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও তারা দুজন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্যসেন হল এবং কবি জসিমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী (সাবেক)। 

পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্ত অন্য় সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রচার ও মিডিয়া সম্পাদক পদে আছেন হোসাইন আহমাদ জুবায়ের; ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম; অফিস সম্পাদক পদে ইমরান হোসাইন; বায়তুল মাল সম্পাদক পদে আলাউদ্দিন আবিদ; দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে হামিদুর রশিদ জামিল; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে নুরুল ইসলাম নূর; বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইকবাল হায়দার; শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. আনিছ মাহমুদ ছাকিব; আইন ও মানবাধিকার সম্পাদক পদে রিয়াজুল মিয়া; ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে আছেন আবদুল্লাহ আল আমিন।

এই কমিটি আসলে কখন গঠিত হয়েছিল এবং এতদিন কেন তারা প্রকাশ্যে আসেনি এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি সাদিক কায়েম আজকের দৈনিককে বলেন, আমাদের এই কমিটি গঠিত হয়েছে এই বছরের শুরুর দিকে। এতদিন ক্যাম্পাসে ছাত্রলীগের ত্রাসের কারণে আমাদের কমিটি পাব্লিকলি প্রকাশ করা হয়নি এবং আমরাও নিজেদের পরিচয় প্রকাশ করিনি।

আপনাদের কমিটি আরও বর্ধিত করা হবে কি না এবং কবে নাগাদ হল কমিটি দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমাদেরর সংগঠন আসলে ক্যাম্পাসের অন্যসকল ছাত্রসংঠনের মতো নয়, আমাদের গঠনতন্ত্রে এমন কিছু বলা নেই যে কমিটি অনেক বড় হতে হবে। আর হল কমিটি নিয়ে আমাদের ভাতৃপ্রতিম সংগঠনগুলোর সাথে আলোচনা করছি, অনেক আলোচনার বিষয় আছে এখানে। আপাতত আমাদের বিশ্ববিদ্যালয় কমিটিতে যারা আছে তারাই হলের বিষয়গুলো দেখাশোনা করছে। 

আ. দৈ. /কাশেম/ সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংক একটি শক্তিশালী ব্যাংকে রূপান্তিত হয়েছে: এমডি
ধানমন্ডি ৩২ কে ‘কাফেলা’ মনে করা ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ: হাসনাত আবদুল্লাহ
বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি
সচিবালয়ের জবি শিক্ষার্থীদের অবস্থান, দাবি পূরণের আশ্বাস উপদেষ্টার
চব্বিশের গণঅভ্যুত্থানে ঝিনাইদহ ও মাগুরায় শহীদ পরিবারের পাশে তারেক রহমান
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

বই-বিহঙ্গের ১ম বর্ষপূর্তি পালন
শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ১৮টি কৃষিপণ্যের গুদামের অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি
আশুগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি -সেলিম, সম্পাদক-সাচ্চু
হালাল খাবারের নিশ্চয়তা নিয়ে আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্টের নবযাত্রা
অগ্রণী ব্যাংক অফিসার সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন
শিক্ষা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝