Publish: Thursday, 7 March, 2024, 9:42 AM
আমরা কয়েকজন মিলে একটি মেসে ভাড়া থাকি। একদিন আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়। ফলে সবারই ফজরের নামাজ কাজা হয়ে যায়। তখন আমরা ওই নামাজ জামাতের সঙ্গে আদায় করি। এখন জানার বিষয় হলো, আমাদের জন্য কাজা নামাজ জামাতের সঙ্গে পড়া কি ঠিক হয়েছে? এবং এক্ষেত্রে কিরাত জোরে পড়তে হবে কি?
আবদুল আলিম, নেত্রকোনা
উত্তর : আপনাদের জামাতের সঙ্গে কাজা পড়া ঠিক হয়েছে। একসঙ্গে একাধিক ব্যক্তির নামাজ কাজা হয়ে গেলে জামাতের সঙ্গেই কাজা পড়া উচিত। আর কাজা নামাজ জামাতের সঙ্গে আদায় করলে উচ্চস্বরে কেরাতবিশিষ্ট নামাজে ইমামকে উচ্চস্বরেই কেরাত পড়তে হবে। হাদিস শরিফে এসেছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে সূর্যোদয়ের পর ফজরের কাজা আদায় করেছেন এবং তাতে উচ্চস্বরে কেরাত পড়েছেন। (কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ (রহ.) হাদিস : ১৬৮)। উল্লেখ্য, কাজা নামাজের জামাত করলে তা নির্জন স্থানে করা উচিত। যেন অন্য লোকজন নামাজ কাজা হওয়ার বিষয়টি জানতে না পারে। (ফাতহুল কাদির : ১/১৮৫; আদ্দুররুল মুখতার : ১/৫৩৩)