আইএফআইসি ব্যাংকের ১২১৭ তম উপশাখার উদ্বোধন হলো সিলেটের জিন্দাবাজারে। মঙ্গলবার (০১ অক্টোবর) সদরের সহির প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন জেলা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
আইএফআইসি ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক এম. এ. কাইয়ূম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এই অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামরুল হাসানসহ স্থানীয় ব্যবসায়ী গ্রুপের সদস্যরা, ব্যাংকের বৃহত্তম সিলেট জোনের ব্যবস্থাপক মো. মশিউর রহমান, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। উল্লেখ্য, দেশব্যাপী ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে বর্তমানে সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক স্থাপনের গৌরব অর্জন করেছে আইএফআইসি ব্যাংক। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম/ রমজান