Publish: Thursday, 7 March, 2024, 9:40 AM
আমাদের একটি ‘সমাজ কল্যাণ সংস্থা’ আছে। এ সংস্থার পক্ষ থেকে আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকি। আমাদের এলাকায় এমন অনেক লোক আছে, যারা প্রতি বছর জাকাত দিয়ে থাকে। আমরা চাচ্ছি, তাদের জাকাতের টাকাগুলো জমা করে একটি বড় ধরনের হোটেলের ব্যবসা করব। ওই ব্যবসার সব লাভ গরিব-মিসকিনদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। আশা করা হচ্ছে, এতে গরিবদের উপকার বেশি হবে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে, এভাবে জাকাতের টাকা দিয়ে ব্যবসা করতে কি কোনো অসুবিধা আছে?
আমিন শিকদার, নারায়ণগঞ্জ
উত্তর : শরিয়তের বিধান হলো, জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে সরাসরি জাকাতের মালিক বানিয়ে দেওয়া। তাই জাকাতের টাকা দিয়ে হোটেল বানিয়ে তার আয় গরিবদের দেওয়া বা অন্য কোনো ব্যবসায় এ টাকা বিনিয়োগ করা যাবে না। এসব ক্ষেত্রে জাকাতের টাকা ব্যয় করলে জাকাত আদায় হবে না। প্রকাশ থাকে যে, জাকাতের বিধান শরিয়তের গরিব-মিসকিনদের খোরপোশ, চিকিৎসা ও আপৎকালীন সমস্যা দূর করা ও সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের জন্য প্রদান করা হয়েছে। তাই সরাসরি গরিবদেরই এ টাকা দিয়ে দিতে হবে। এ টাকা দিয়ে তাদের জন্য ব্যবসা করার মানসিকতা পরিহার করা উচিত। (বাদায়েউস সানায়ে : ২/১৪২; তাবয়িনুল হাকায়েক : ২/২৮; রদ্দুল মুহতার : ২/২৭০)