আরব আমিরাতে চলছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস- আইফার আসর। সেখানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউড কিং শাহরুখ খান। সেখানে তার সঙ্গী ছিলেন বলিউডের জনপ্রিয় নায়ক ভিকি কৌশল। এমন সময় সঙ্গী ভিকিকে নিয়ে মঞ্চে নাচের তালে আগুন ধরিয়ে দিলেন বলিউড বাদশাহ!
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ খান তার বলিউড সতীর্থ ভিকির সঙ্গে ‘ও আন্তাভা’ গানে কোমর দোলাচ্ছেন। পুষ্পা ছবির এই গানে নাচতে দেখা যায় অভিনেত্রী সামান্থাকেও।
মজাদার সেই নাচের ভিডিওতে শাহরুখকে মেয়েলি অঙ্গভঙ্গি করতে দেখা যায়। অন্যদিকে ভিকি কৌশল তার অন্তরের আল্লু অর্জুনকে জাগিয়ে তোলেন। গানের ভাইরাল হুকস্টেপ নকল করার যথাসাধ্য চেষ্টা করেন দুজনেই। কিন্তু শুধু তো দক্ষিণে আটকে থাকলে চলবে না। এরপর বলিউডের এই দুই হিরো নিজেদের গান ‘মেরে মেহবুব মেরে সানাম’ এ জমিয়ে নাচলেন।
এদিকে আরেকটি ভিডিওতে দেখা যায়, করণ জোহর ও ভিকি কৌশলের ডান্স মাস্টার হয়ে 'ঝুমে জো পাঠান'-এর হুকস্টেপ শেখাচ্ছেন শাহরুখ। পাঠান ছবির এই গানে শাহরুখকে টেক্কা দিতে বেগ পেলেন ভিকি। তবে ‘তওবা তওবা’ গান বাজতেই ছবিটা কিন্তু আলাদা।
বৃহস্পতিবার ভোরে শাহরুখ যখন আইফা অ্যাওয়ার্ডস হোস্ট করতে আবু ধাবির উদ্দেশ্যে রওনা হন, তখন মুম্বাই বিমানবন্দরে উৎসাহী ভক্তদের ভিড় ছিল। দেহরক্ষী ও ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে শাহরুখ মরু শহরে উড়ে যান।
২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আরব শহরে চলছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) নতুন সংস্করণ। তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পের জন্য নিবেদিত আইফা উৎসব দিয়ে তিন দিনের এই অনুষ্ঠান শুরু হয়েছিল। অনুষ্ঠানে মেগাস্টার চিরঞ্জীবীকে সম্মানিত করা হয়।
আ.দৈ/এআর