শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান

আজকের দৈনিক |  নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৯:৩৯ পিএম

নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান
ছবি- সংগৃহিত

দেশের বিভিন্ন এলাকায় অধিকাংশ ভূমি অফিসে বহিরাগত দালালদের  দৌরাত্ন, ভূমি অফিসের কর্মচারী, সার্ভেয়ার,কাননগো, নাজির এবং এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ,দুর্নীতি, জনগণকে হয়রানীর অভিযোগের শেষ নেই। ভূমি অফিসের কর্মকর্তা এবং কর্মচারীরা সরকারের কোন নির্দেশনাও মানে না। তারা সংঘবদ্ধ ও  অনেক ক্ষমতাবান।

এদিকে  নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে জমির নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায়ে ঘুষ দাবিসহ নানা অভিযোগ রয়েছে। ওইসব অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২০ মে)  দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়  থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। 

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তিনি আরো জানান, অভিযান পরিচালনাকালে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করেছে এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সেবা প্রত্যাশীদের বক্তব্য গ্রহণ করেছে। উভয়পক্ষের বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক অভিযোগের সত্যাসত্য যাচাই করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

আ. দৈনিক / একে

Link copied!