শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik

কুড়িগ্রামে পুকুরের পানিতে খেলতে গিয়ে  দুই শিশুর মৃত্যু 

আজকের দৈনিক | জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৭:২০ পিএম

কুড়িগ্রামে পুকুরের পানিতে খেলতে গিয়ে  দুই শিশুর মৃত্যু 
ফাইল ছবি-

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে লিপন (৬) ও মেহেদী হাসান (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 
বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপন ওই এলাকার রাশেদের ছেলে ও মেহেদী হাসান মাঈদুলের ছেলে।


নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া। 
স্থানীয়রা জানান, পুকুরের পানিতে গাছের গুড়িতে উঠে খেলতে ছিল শিশু দুজন। খেলতে খেলতে একসময় গাছের গুড়িন নিচে পরে শ্বাসরুদ্ধ হয়ে হয়ে মৃত্যু বরন করেন তারা। পরে স্থানীযরা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 


বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া বলেন, পুকুরের পানিতে গাছের গুড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

 আ. দৈনিক /একে/  শফিক  

Link copied!