শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
Ajker Dainik
পটুয়াখালীতে বঙ্গোপসাগরে

জেলের জালে ধরা পড়লো ৩ মন ওজনের ৪ পাখি মাছ

আজকের দৈনিক | পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৪:৩৭ পিএম

জেলের জালে ধরা পড়লো ৩ মন ওজনের ৪ পাখি মাছ
ছবি সংগৃহিত

বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৬০) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের ৪ টি পাখি মাছ। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে এসব মাছ পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় বড় সাইজের এ মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। 

উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছগুলো সাড়ে ৭ হাজার টাকা কিনে নেন। গত শনিবার সূর্য মাঝি ১৭ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে চট্রগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছ চারটি ধরা পড়ে। 
 
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।
আ. দৈনিক/ একে/ নাজিম

Link copied!